পরিবেশ দিবসে শরীরে লতাপাতা জড়িয়ে রাস্তায় দুই মডেল

বিশ্বজুড়ে ৫ জুন পালিত হয় পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসে আপামর মানুষকে মাটি, পানি, গাছ নিয়ে ভাবতে কলকাতার নিউ টাউনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে ছিলেন দুই অভিনেত্রী ও মডেল শ্রী ভদ্র ও সন্নতি মিত্র। তখন তাদের শরীরে জড়ানো ছিল লতা ও গাছ। পেশা অভিনয় বা মডেলিং হলেও এখানে কিন্তু অভিনয় নেই।
সারাবছর কোনো খবর না থাকলেও দূষণরোধে এই দিন বেশ আলোচনায় মুখর থাকে সমগ্র বিশ্ব। তবে কেউ কেউ আবার একটু অভিনব কিছু আয়োজন করে বসেন। তেমনই এক কাণ্ড দেখা গিয়েছে ওপার বাংলার শহর কলকাতার রাস্তায়। শরীরে লতা-পাতা জড়িয়ে রাস্তায় নেমেছেন দুই সুন্দরী মডেল।
বিশ্ব যেন উত্তাপে ফুসছে। চলছে তীব্র দাবদাহ। দেশে দেশে মানুষের হাঁসফাস অবস্থা। এসব থেকে পরিত্রাণের এক মাত্র উপায় গাছ। সেই বার্তা দিতেই শ্রী ভদ্র- সন্নতি গাছ জড়িয়ে নামেন রাস্তায়। সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন তারা। বেঁচে থাকার জন্য পোশাকের মতোই গুরুত্বপূর্ণ গাছ এই বোধটিই তৈরি করতে তারা নেমেছেন রাস্তায়।