সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ১৪ আরোহীর মরদেহ উদ্ধার

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৪৫ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

নেপালের বিধ্বস্ত তারা এয়ার উড়োজাহাজের খোঁজ মিলেছে। সেখান থেকে ১৪ আরোহীর মরদেহ উদ্ধার হয়েছে। বাকিদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে সেনাবাহিনী। সোমবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

নেপালের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, বিমানটি নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর, উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রবিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ পোখারা থেকে বিমানটি টেক অফ করে। ১৫ মিনিটের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের। নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের।

আবহওয়া অনুকূলে না থাকলেও সোমবার সকাল থেকে ফের সন্ধানে নামে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন। টুইট বার্তায় তিনি জানান, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমান বিধ্বস্তের স্থানটি শনাক্ত করতে পেরেছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে’।

তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেন, একটি হেলিকপ্টার থেকে ভোরে তিনজন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়েছে। যেখানে ধ্বংস হয়েছে এর আশপাশে থেকেই মরদেহ উদ্ধার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর