নির্বাচন কমিশন নিয়ে আইন প্রণয়নে আপাতত হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

সরকার আন্তরিকতা পোষণ করায় পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনে আপাতত হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট। পরে আদালত এ মামলার শুনানি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবির আদেশ দেন।
এ সংক্রান্ত মামলার শুনানিতে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। মামলার শুনানির সময় আদালত বলেছেন, সরকার এ বিষয়ে আন্তরিক। এ কারণে এ বিষয়ে আপাতত কোনও হস্তক্ষেপ করবো না। দেখা যাক, সরকার কী করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে ইসি গঠনের জন্য আইন প্রণয়ন এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গোবিন্দ বিশ্বাস