নিপুণের ‘কিস’ অভিযোগ, পীরজাদা বললেন ‘ফান’

নিপুণের ‘কিস’ অভিযোগকে পীরজাদা হারুন উড়িয়ে দিয়ে বললেন, এটা তার ‘ফান’ ছিল! ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের কাছ থেকে ‘কিস’ চেয়েছিলেন। রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, পীরজাদা হারুন সকাল বেলা আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চেয়েছে। আমার উচিত ছিল দুই গালে দুইটা চড় দেওয়া। যা আমি করিনি। এ সময় দুজন নারী প্রার্থী জেসমিন ও শাহানূর ছিল।
এমন অভিযোগের জবাবে রবিবার সন্ধ্যায় পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেন, এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? এটা একটা ফান করেছি। ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি।
প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জায়েদ খানের বিপরীতে। এতে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো জয়লাভ করেন। একই পদে দাঁড়িয়ে নিপুণ পেলেন ১৬৩ ভোট।