শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

নিজেকে নিয়ে প্রকাশিত সংবাদকে গুজব বললেন তাসকিন

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৯ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল। সেসব ছাপিয়ে এখন আলোচনা পেসার তাসকিন আহমেদকে কেন্দ্র করে। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় এই পেসারকে ভারতে বিপক্ষে খেলানো হয়নি- এমন একটি খবর প্রকাশিত হয়েছে বেসিরকারি একটি টেভি চ্যানেলে। ঘুমের কারণে গাড়ি মিস করার বিষয়টি বিসিবি স্বীকার করলেও এই কারণে তাসকিন ম্যাচ থেকে বাদ পড়েছেন কিনা, সেটি তারা নিশ্চিত করতে পারেনি! তবে এতো আলোচনার মাঝে তাসকিন নিজের অফিসিয়াল ফেসবুকে বিষয়টিকে গুজব বলেই জানালেন।
একটু আগে অফিসিয়াল ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করে ব্যাখা দিয়েছেন তাসকিন। শুরুতেই লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি, ভক্তরা এটি সেইভাবে দেখবেন।
এরপরই তাসকিন ভারতের বিপক্ষে ম্যাচের দিনের ঘটনার ব্যাখা দেন। তিনি লিখেছেন, ‘দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।
তাসকিনের দাবি, এইরকম খবর প্রকাশের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে।
এরপরই তাসকিন স্পষ্ট করে দাবি করেছেন ঘুম থেকে দেরিতে ওঠার সাথে ম্যাচ না খেলার কোনও সম্পর্ক নেই, ‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।
যদিও সাকিব আল হাসান দাবি করেছেন, বাস মিস করে দেরিতে আসার কারণেই তাসকিনকে ম্যাচে খেলানো হয়নি। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে আসলে যাতায়াতের সুবিধা একটু কঠিন ছিল। তো যখন তাসকিন মাঠে পৌঁছেছিল… টস হওয়ার ৫-১০ মিনিট আগে সম্ভবত। (ম্যাচ শুরুর) খুবই কাছাকাছি সময়ে আসলে। স্বাভাবিকভাবে ওই সময়ে ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল। এরকম পরিস্থিতিতে একজন ক্রিকেটার কোন অবস্থায় থাকে… তার জন্যও একটু কঠিন।’
ঘটনার ব্যাখ্যার পর গণমাধ্যম কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তাসকিন বলেছেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনি ভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।
উল্লেখ্য, ঘুম কেন্দ্র করে তাসকিনের ভারতের বিপক্ষে সুযোগ না পাওয়ার বিষয়টি বেশ কয়েকটি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারের পর সেটি ভীষণ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর