শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

নব নিযুক্ত সচিব ড. আনোয়ার উল্ল্যাহ’র সংসদ সচিবালয়ে যোগদান

রিপোর্টার / ২৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় সংসদ সচিবালয়ের নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ আজ তাঁর নতুন কর্মস্থল সংসদ সচিবালয়ে যোগদান করেছেন। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারি পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে সচিব হিসেবে পদোন্নতি প্রদান করে জাতীয় সংসদ সচিবালয়ে পদায়ন করা হয়।
প্রথম কর্মদিবসে ড. আনোয়ার উল্ল্যাহ সংসদ সচিবালয়ে সিনিয়র কর্মকর্তাবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষয়ক্ষতি হওয়া জাতীয় সংসদ ভবনের সংস্কার কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও মাঠ প্রশাসনের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
স্থানীয় সম্পদ আহরণ ও স্থানীয় উন্নয়নে সম্পদের সর্বোচ্চ প্রয়োগ, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, জাতীয় বাজেট ব্যবস্থাপনা, দাপ্তরিক তথ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১২ টি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর