নতুন পরিচয়ে অভিনেত্রী কুসুম শিকদার

ছয় বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’র টিজার। অভিনয়ের পাশাপাশি এর পরিচালনাও করেছেন তিনি। আর এর মধ্যদিয়ে সিনেমা পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কুসুমের।
কুসুম শিকদার বলেন, দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে, নভেম্বরে মুক্তি দেওয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করি, দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। আর বড়পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়।
বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কুসুম বলেন, অনেক দিন পর পর্দায় আমাকে দেখবেন দর্শক। শেষবার অভিনয় করেছিলাম ২০১৮ সালে। আর সিনেমার হিসাব করলে বিরতিটা আরও লম্বা। দীর্ঘদিন পর অভিনয় করায় উদ্দীপনার পাশাপাশি কিছুটা নার্ভাসও লাগছে। আশা করি, ভালো কিছু হবে।
‘শরতের জবা’র গল্প, চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। তার কথায়, সিনেমার পুরো জার্নিটা ছিল অনেক পরিশ্রমের ও শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য রচনা করেছি। এখন সিনেমার প্রমোশন করছি; এটাও প্রথম। এই সিনেমা আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।
‘শরতের জবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম শিকদারের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।