নতুন ইতিহাস গড়ল ‘সুড়ঙ্গ’

সুড়ঙ্গ সিনেমার নির্মাতা রাফী বলছেন, গত ৭ দিনে নতুন ইতিহাস গড়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি! নতুন ইতিহাস তৈরির জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে রাফী বলেন, ধন্যবাদ আপনাদের। বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে ‘সুড়ঙ্গ’। এই সফলতা ও প্রাপ্তি বাংলাদেশের সব সিনেমাপ্রেমীদের। আপনাদের ভালোবাসাতেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের সিনেমা।
পোস্টে রাফী জানান, মুক্তির প্রথম ৭ দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে বিক্রি হয়েছে আড়াই কোটি টাকার টিকিট! এর মধ্যে একজন প্রশ্ন রাখেন, এটা কি শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স চেইনের নাকি সব মাল্টিপ্লেক্স মিলিয়ে? উত্তরে রাফী জানান, শুধু স্টার সিনেপ্লেক্সেই এ পরিমাণ অর্থের টিকিট বিক্রি হয়েছে!
শুধু রাফী নন, একই ঘোষণা দেয়া হয়েছে সুড়ঙ্গর দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির অফিশিয়াল ফেসবুক থেকে।
মুক্তির আগে থেকেই আলোচনায় ছিলো ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ। ঈদের দিন থেকেই ছবিটি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে রায়হান রাফীর এই সিনেমা।