ধূমপান করায় তরুণীকে হেনস্তাকারী সেই রিংকু গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন এ নিয়ে।
ওই পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’
গত ২ মার্চ লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের ‘আপত্তি’ থেকে ‘বাগবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে ঘটনার মীমাংসা হয়। পরে এ ঘটনা জানাজানি হলে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। করা হয়েছে প্রতিবাদও।
এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করা হয়।