রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

ধাক্কা মেরে’ সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ

রিপোর্টার / ২৪ বার
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা পদযাত্রা করতে চাইলে বাধা দেয় পুলিশ। যার কারণে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়ে। এতে করে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। তবে এর কিছুক্ষণ পরেই শিক্ষকদের সড়ক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এর ফলে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ওই এলাকার সড়কে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার কদম ফোয়ারা মোড়ের কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকেই পুলিশ শিক্ষকদের সড়ক ছাড়ার জন্য বারবার অনুরোধ করছিল। পুলিশ তাদের বলেছিল— আপনারা কিছু প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে আসুন, আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে আপনারা স্মারকলিপি পৌঁছে দেব। কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এতে রাজি হননি। এর পর সড়কে যানজট তীব্র হতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ তাদের ধাক্কা দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে, এ সময় পুলিশকে কোনো ধরনের লাঠিচার্জ করতে দেখা যায়নি। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর