ধর্ষণের অভিযোগ ওঠায় গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অভিযুক্ত ইমরান হোসেন শিশির কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে। ওই নেতার বিরুদ্ধে এক তরুণী (২৭) বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন দাবি করেন। তাকে কক্সবাজার ও ভারতে নিয়েও ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি গোপন রাখতে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।
এই বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেন শিশির দাবি করেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় কিছু দুষ্কৃতিকারী ওই নারীকে প্রভাবিত ও ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বলার জন্য চাপ প্রয়োগ করে। পরে সে তার ভুল বুঝতে পেরে সে নিজেই তার ফেসবুকে আমার বিরুদ্ধে তার অভিযোগ মিথ্যা বলে স্বীকার করে। তাছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত।