দ্বিতীয় দিনের মতো শাহবাগ ব্লকড

দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় ব্লক করেছেন কোটা আন্দোলনকারীরা। পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টার দিকে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ব্লক করেন।
সোমবার (৮ জুলাই) বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুর ক্যান্টিন, হল পাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন তারা।
এসময় ফার্মগেটে অবস্থান নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ ব্যবহার করেছে বলে খবর আসে। পরে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা সেদিকে অগ্রসর হন। একটি অংশ মৎস ভবন ও একটি অংশ বাংলা মোটর ও ইন্টার-কন্টিনেন্টালের মোড়ের দিকে অগ্রসর হয়ে সেখানে অবস্থান নেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আলাদাভাবে ব্যানার ও মিছিল নিয়ে এসে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখান থেকে সম্মিলিতভাবে ক্যাম্পাস ঘুরে তারা শাহবাগ মোড়ে আসেন।