দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৯ মে) রাত ৯টায় অধিবেশনের সমাপ্তি টানেন।
এর আগে ১৯৭২ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধুর মে দিবসের ভাষণ শোনানো হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন ৬ কার্যদিবস চলে। গত ২ মে শুরু হওয়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের মধ্যে ৩৮টি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে ১৫টির উত্তর তিনি দিয়েছেন। অন্যান্য মন্ত্রীদের জবাবদানের জন্য প্রশ্ন জমা পড়েছিল ৯০২টি। এর মধ্যে জবাব পাওয়া গেছে ৩৬৪টির।
৭১ বিধির আওতায় মোট নোটিশ জমা পড়ে ২৪২টি। এর মধ্যে গ্রহণ হয় ৬টি। আলোচনা হয় ৪টির ওপর। এছাড়া ৬৪টির ওপর ২ মিনিট করে এমপিদের আলোচনা সুযোগ দেওয়া হয়। অধিবেশনে ৪টি বিল উত্থাপিত হয়েছে। পাশ হয়েছে একটি বিল।