রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৫ বার
আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

দেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অতিদরিদ্র থাকবে না। সবার অন্তত ২ কাঠার একটা জমি, একটি ঘর, একটি স্যানিটারি ল্যাট্রিন থাকবে। তিনি শুক্রবার ১৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বো। আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। তরুণদের নিজের পায়ে দাড়াতে হবে। চাকরি তৈরির মনোভাব থাকতে হবে। প্রতিটি প্রতিবন্ধীকে আমরা টাকা পাঠাই। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। আমাদের স্কুলের ভর্তির হার বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা সবথেকে বেশি দরকার।
তিনি বলেন, সমুদ্রসীমা যে আমাদের অধিকার তা নিয়ে তো জিয়া, খালেদা কোন কাজ করেনি। আমরা প্রথমবার ক্ষমতায় এসে প্রথমে পদক্ষেপ নিয়েছি পরে তা বাস্তবায়ন করেছি। তিনি বলেন, জনগণের ৫ টি মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় তা মাথায় রেখেই আমরা কাজ করছি। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তখন দেশ ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আর এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর