দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সেরা মুশফিক

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেন তিনি। তারপর ২০১৮ ও ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি মারেন। পাকিস্তানে চতুর্থ দ্বিশতক হলো না মাত্র ৯ রানের জন্য। তবে অ্যাওয়ে টেস্টে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন মুশফিক।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশন চলাকালে বিদেশের মাটিতে বাংলাদেশের শীর্ষ টেস্ট ব্যাটারের আসনে বসেন মুশফিক। তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।
চা বিরতিতে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৩ রানে। তাতে করে অ্যাওয়ে টেস্টে তার রান দাঁড়ায় ২৩৬৩। তামিম ৫৯ ইনিংসে ৪০.১৫ গড়ে ২৩২৯ রান করেন।
দেশের বাইরে এটি ছিল মুশফিকের ৬৮তম ইনিংস, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। মুশফিক থেমেছেন ১৯১ রানে। ৩৪১ বলের ইনিংসে ছিল ২২ চার ও ১ ছয়। তাতে অ্যাওয়ে টেস্টে তার রান হলো ২৩৮১।