দুই শিফটে ওটি কার্যক্রম চালুসহ প্রয়োজনীয় ল্যাব প্রতিষ্ঠা করা হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রোগীদের সুবিধার্থে ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপে ডাবল শিফটে ওটি (অস্ত্রোপচার বা সার্জারি) কার্যক্রম চালু করা হবে।
রবিবার (২ এপ্রিল) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে ‘বিশ্ব জন্মগত ক্রটি দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, এ জন্য প্রয়োজনীয় অ্যানেসথেশিওলজিস্ট নিশ্চিত করা হবে, যাতে অ্যানেসথেশিয়া দেওয়ার অভাবে ওটি কার্যক্রম সেবা ব্যাহত না হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উন্নততর চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে একের পর এক নিত্যনতুন ল্যাব প্রতিষ্ঠা করে যাচ্ছে। জেনেটিক ল্যাবও প্রতিষ্ঠা করা হবে। জন্মগ্রত ত্রুটির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারের বিষয়ে করণীয় কী হতে পারে, তা-ও বিবেচনায় রাখতে হবে বলে জানান তিনি।