দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামছে, অধিনায়কও বদল

প্রথম ম্যাচে বিরতির ঠিক আগে পায়ে ব্যথা পাওয়ায় রাকিব হোসেনের খেলার সম্ভাবনা আগেই নাকচ হয়ে যায়।তার জায়গায় এসেছেন শাহরিয়ার ইমন। এছাড়া বিশ্বনাথ ঘোষের বদলে ঢুকেছেন ঈসা ফয়সাল। আগের ম্যাচ থেকে এ দুটি পরিবর্তন নিয়ে সন্ধ্যা ৬টায় ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
শুধু দুটি পরিবর্তনই নয়। আজও নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ম্যাচে ডিফেন্ডার তপু বর্মণ অধিনায়কত্ব করেছিলেন। আজ আবার মিডফিল্ডার অভিজ্ঞ সোহেল রানার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে। সম্ভাব্য ৪-৪-২ ছকে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা।
আগের ম্যাচে বাংলাদেশ শেখ মোরসালিনের গোলে জিতেছিল। আজও তেমন লক্ষ্য। তবে আগের ম্যাচ জিতলেও খেলায় মন ভরেনি। আজ নিজেদের খেলাটা খেলতে চাইছে সবাই।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে হাভিয়ের কাবরেরা চাইছেন আজকের ম্যাচটিতেও জিততে। যেন ক্লিনশিট রাখা যায়। এতে করে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হলে তখন এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে ড্রতে সুবিধা হতে পারে। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে আরও ধারালো হয়ে খেলতে চাইছে লাল-সবুজ দল।
বাংলাদেশের একাদশ
গোলকিপার: মিতুল মারমা।
ডিফেন্স: তপু বর্মণ, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও ঈসা ফয়সাল।
মিডফিল্ড: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও শেখ মোরসালিন।