শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোম-মঙ্গলবার ঢাকায়, অন্যান্য দিন সারা দেশে পরিদর্শন করবো: স্বাস্থ্যমন্ত্রী দিশার রহস্যময় প্রেম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন ব্রিটেনে আজ ভোট, রেকর্ড জয়ের পথে লেবার পার্টি জলবায়ু পরিবর্তন: চীনে অত্যধিক গরম ও দীর্ঘ তাপপ্রবাহের সতর্কতা যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু ১২ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে সেই বাংলাদেশি বিস্ময় বালক ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে ভোট, ক্ষমতাসীন দল থেকে পদত্যাগ অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার ছবিতে ভোটকেন্দ্রে হাসি মুখে লেবার পার্টির নেতারা ১১ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

দীপিকা-আলিয়াদের শাড়ি পরিয়ে আয় লাখ-লাখ!

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪ বার
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ডেপিং আর্টিস্ট হিসেবে নাম করেছেন কলকাতার বাসিন্দা ডলি জৈন। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ থেকে প্রিয়াঙ্কা চোপড়া, ডলির হাতের জাদুতে সুন্দরী হয়ে উঠেছেন বহু নায়িকা। শাড়ি পরাতে লাখ খানেক টাকা নিয়ে থাকেন বর্তমানে তিনি। তবে ডলির লেখাপড়া কতদূর তা শুনলে অবাক হবে যে কেউ!
এক সাক্ষাৎকারে ডলি জৈনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি অল্প বয়সে যেহেতু বিয়ে করেন, তাই কতদূর পড়াশোনা করেছেন? যার জবাবে তিনি জানান, ‘আমার ২১ বছরে বিয়ে। ওই বয়সে গ্র্যাজুয়েশন তো হয়ে যাওয়ারই কথা। তবে আমি ক্লাস সেভেন অবধি পড়াশোনা করেছি।’
যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি কার্যতই অবাক হন। যদিও ডলি জানান, তার আর পড়াশোনা না করার কারণ পারিবারিক। যা তিনি আলোচনা করতে চান না। এরপরের প্রশ্ন ছিল, মাত্র ক্লাস সেভেন অবধি পড়েও, কীভাবে এত সুন্দর ইংরেজি বলেন তিনি? এবার অবশ্য পুরো কৃতিত্ব নিজের মেয়েদেরই দেন তিনি।
ডলি বলেন, ‘আমরা সবসময় বলি মায়েরা বাচ্চাদের শেখায়, পড়ায়। আমার ক্ষেত্রে উল্টো হলো। যখন বাচ্চাদের জন্ম হলো, তখন ঠিক করেছিলাম ওদের বলবো আমার সঙ্গে শুধু ইংরেজিতে কথা বলবে। আমাদের ঘরে আর কোনও কথা বলার ভাষা থাকবে না। তোমরা আমার সঙ্গে ইংরেজিতেই কথা বলবে। আর আমাকে রোজ একটা করে নতুন শব্দ দেবে। সকালে স্কুলে যাওয়ার আগে শব্দ দেবে আর ফিরে এসে বলবে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে শোনাও। বা তোমার কথায় ব্যবহার করো। এভাবেই আমি ইংরেজি শিখেছি।’
কলকাতায় যে পরিবারে ডলির বিয়ে হয়, সেখানে মেয়েদের শাড়ি পরে থাকতে হতো সবসময়। আর সেই থেকেই শাড়ির প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপর নিজেই নানা উপায়ে শাড়ি পরতেন। লোকেরা তা দেখে বেশ পছন্দও করতো। এরপর ২০১১ সালে সবচেয়ে জলদি শাড়ি পরে ওয়ার্ল্ড গিনিস বুক অব রেকর্ডে নাম লেখান তিনি। তারপর ধীরে ধীরে ডেপিং আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু। এখন তো তার নাম জগৎ জোড়া।
সম্প্রতি আম্বানিদের ছোট ছেলের প্রি ওয়েডিংয়ে তিনি নীতা আম্বানি, শ্লোকা, ইশাদের শাড়ি পরিয়েছেন। সঙ্গে হলিউড তারকা গিগি হাদিদিকেও।
সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর