রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

দলের নিষেধাজ্ঞা অমান্য করে টিভিতে টকশো, নেতারা বলছেন সময় বদলেছে

রিপোর্টার / ৯ বার
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর চাঁদাবাজি, দখলদারত্বসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির অনেক নেতার নাম আসে। দল থেকে তাদের বহিষ্কারসহ নানান পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া দুইটি বেসরকারি টেলিভিশনে টকশোতে যাওয়ার বিষয়ে ছিল দলের নিষেধাজ্ঞা। ৫ আগস্টের পর অনেক নেতা সে নিষেধাজ্ঞা মানছেন না।
এ অবস্থায় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকায় দলীয় শাস্তির মুখোমুখিও হয়েছেন কেউ কেউ। তারপরও লাগাম টেনে ধরা যাচ্ছে না অনেকেরই। তবে টকশোতে উপস্থিত থাকার বিষয়ে অভিযুক্ত নেতারা বলছেন, এখন সময় বদলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এখন বাংলাদেশ টেলিভিশনে যেতেও নিষেধাজ্ঞা নেই। যদিও বেসরকারি দুই টেলিভিশনে টকশোর ক্ষেত্রে লিখিতভাবে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি বিএনপি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল বিএনপি। গত বছরের আগস্টে বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। গত ৫ আগস্টের আগে সে নিষেধাজ্ঞা মানলেও এর পর থেকে দলের কোনো কোনো নেতা এ দুই টেলিভিশনে টকশোতে অংশ নিচ্ছেন।
টকশোতে অংশ নেওয়া নেতারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে এখন বাংলাদেশ টেলিভিশনে যেতেও নিষেধাজ্ঞা নেই। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সময় টেলিভিশনে টকশো নিয়ে দলের যে নিষেধাজ্ঞা ছিল তা বহাল আছে, এখনো প্রত্যাহার হয়নি।
গত বছরে নিষেধাজ্ঞা দেওয়ার পর শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছিলেন, টকশোতে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দুই টিভি চ্যানেলের টকশোতে অংশ নেবো না।
জানা গেছে, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে সময় টেলিভিশনের টকশো বন্ধ ছিল। এরপর গত ১ নভেম্বর পুনরায় টকশো চালু করে সময় টেলিভিশন। এতে অতিথি হন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তার একদিন পর সময় টেলিভিশনের টকশোতে অতিথি হয়ে আসেন বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সময় টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতারা বলছেন, দলের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি এখনো। এ অবস্থায় যারা দলের নিষেধাজ্ঞার আওতায় থাকা টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা নিশ্চিতভাবে দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন।
সময় টেলিভিশনের টকশোতে অংশ নেওয়ার ক্ষেত্রে দলের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার হয়েছে কি না জানতে চাইলে নিলোফার চৌধুরী মনি বলেন, এখন তো আর সেই পরিস্থিতি নেই। এখন তো রেজিম চেঞ্জ হয়েছে। বিটিভিতে যেতেও এখন নিষেধাজ্ঞা নেই। তবে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বেসরকারি চ্যানেল সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের টকশোতে দলের নেতাদের অংশ নেওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, তা এখনো প্রত্যাহার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর