শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সফরে কাবা শরিফের ইমাম

সৌদি আরবের মক্কা হারাম শরীফের ইমাম ও খতিব শায়েখ ড. ইয়াসির বিন রশিদ বিন হুসাইন আল উদয়ানী আদ দাওসারি দক্ষিণ আফ্রিকায় সফরে গেছেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় এক সংক্ষিপ্ত সফরে যান পবিত্র হারামাইন শরীফের ইমাম শায়েখ ড. ইয়াসির বিন রাশেদ আদ দাওসারি।
দক্ষিণ আফ্রিকায় ১৬তম জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রধান মেহমান হিসেবে তিনি উপস্থিত থাকবেন। শুক্রবার দেশটির ঘাউটেং প্রদেশের প্রিটোরিয়ার লোডিয়ামের মসজিদ উস সালামে (টিএমএস) পবিত্র জুমা নামাজ পড়াবেন বিশ্ববরেণ্য এই আলেম।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর