তাহলে কী সত্যি হচ্ছে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ!

অভিষেক বচ্চন নাকি ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন! সাদা-কালো এই ভিডিওতে অভিষেক বচ্চনের মুখ দেখা গেছে শুধু। এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা তাঁর মুখ।
তাঁকে বলতে শোনা গেছে, ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভাল। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভাল কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।
ব্যস, সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে ভিডিও ছড়িয়ে পড়েছে। দুই অভিনেতার অনুরাগীরা বিষণ্ণ। মেয়ে আরাধ্যা বচ্চন কার কাছে থাকবেন? ভিডিওতে মেয়ের কথা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারা ক্ষণ দেখা যায় আরাধ্যাকে। তাই সকলের অনুমান, এই ভিডিও সত্যি হলে অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে তার মায়ের সঙ্গেই থাকবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।