শনিবার, ০৩ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না: মির্জা আব্বাস

রিপোর্টার / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

১৭ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন করলে এবং দলীয় নেতাকর্মীরা অব্যাহতভাবে জেল-জুলুমের শিকার হলেও কেউ কেউ বিএনপিকে কোনো কৃতিত্ব দিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, বিএনপি নাকি ১৭ বছরে কিছুই করে নাই! বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে, ১৭ বছর বিএনপি কী করছে! এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে। তারা বিএনপিকে কৃতিত্ব (ক্রেডিট) দিতে চায় না।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির দীর্ঘ আন্দোলনের ফলই এখন সবাই ভোগ করছে উল্লেখ করে সমাবেশে মির্জা আব্বাস আরও বলেন, ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। দুই দিনের আন্দোলনে তো হাসিনার পতন হয়ে যায় নাই।

সবাইকে রাজনৈতিক আচরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে আমরা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, একটু খেয়াল রাখা দরকার। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি।

জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডোর’ স্থাপন ইস্যুতেও কথা বলেন মির্জা আব্বাস। বলেন, মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

শ্রমিক দলের মে দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর