বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

তামিম মাঠে নাকি বোর্ডে ডিসিশন ওর: আকরাম

রিপোর্টার / ২৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর বিপিএল ও প্রিমিয়ার লিগ খেললেও অনেকদিন ধরে আছেন ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় আড়ালে থাকা বাঁহাতি ওপেনার গত সপ্তাহে মিরপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সক্রিয় ভূমিকায় ছিলেন। ওইদিনের পর থেকেই আলোচনা, তামিম ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড পরিচালনায়? বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ জানিয়েছিলেন তিনি তামিমকে খেলায় দেখতে চান। তবে খেলতে না পারলে বোর্ডে চান। এদিকে মঙ্গলবার এই বিষয়ে কথা বললেন আকরাম খান।
ফারুক সংবাদ সম্মেলনে তামিমের জন্য দুটো পথই খোলা রেখেছিলেন। একই প্রশ্ন আজ আকরামকে করা হয়েছিল। তিনি বলেছেন, এখনও তো সে খেলছে। এখন তো আমি চাই, যে প্লেয়ারই খেলুক ভালো খেলুক। কিন্তু ওর ব্যাপারে তো আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই ওর (তামিম) ডিসিশন, ও খেলবে না বোর্ডে আসবে।
এদিকে গত সপ্তাহে ফারুক বলেছিলেন, তামিম চাইলে খেলতেও পারে কিংবা বোর্ডে আসতে পারে, আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে, তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর