শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতির ভিডিও ভাইরাল

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৬ বার
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

পার্লামেন্টে অধিবেশন চলাকালেই হাতাহাতি ও মারামারি করেছেন তাইওয়ানের এমপিরা। নতুন সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধের জের ধরেই শুক্রবার (১৭ মে) এমন নাটকীয় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এর এই নাটকীয় দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
তাইওয়ানের পার্লামেন্ট যেন এক খেলাঘর। আর এমপিরা ছোট শিশু। তারা একে অপরকে কিল-ঘুসি, লাথি মারছেন, চিঁৎকার-চেচামেচি করছেন, চুল ধরে টানছেন, ধস্তাধস্তি করছেন। স্পিকার তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারা মারামারি চালিয়েই যাচ্ছেন। মুহূর্তেই সর্বোচ্চ ২ মিনিট ৭ সেকেন্ড ও সর্বনিম্ন ২৬ সেকেন্ডের নাটকীয় এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে।
নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগেই পার্লামেন্ট কক্ষের বাইরে কয়েকজন আইনপ্রণেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরু হয় ধাক্কাধাক্কি। পরে তারা স্পিকারের আসনের চারপাশে উঠে আসেন। কেউ কেউ ধাক্কা দিয়ে সহকর্মীকে মেঝেতে ফেলে দেন। কেউ টেবিলের ওপর উঠে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বিকেলের দিকে আবারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং দায়িত্ব নেওয়ার দিন কয়েক আগে এমন ঘটনা ঘটলো। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা তার।
গত জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিং। কিন্তু তার ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রধান বিরোধীদল কুমিংতানের আসন পার্লামেন্টে সবচেয়ে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠন করতে পারেনি। এ কারণেই সরকারের ওপর পার্লামেন্টের প্রভাব বাড়াতে কিছু সংস্কার প্রস্তাব দেয় বিরোধীরা। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।
তবে তাইওয়ানের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি-মারামারির ঘটনা নতুন নয়। বিশ্বের অন্য যে কোনও দেশের পার্লামেন্টের তুলনায় তাইওয়ানের পার্লামেন্ট চেয়ার ছোড়াছুড়িসহ জল বেলুন নিক্ষেপ, চুল টানাটানি, ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো সহিংসতার জন্য সুপরিচিত। বর্তমানে এটি স্থানীয় রাজনীতিরই একটি অংশ হয়ে উঠেছে।
২০২০ সালে সরকারি ওয়াচডগের প্রধান মনোনয়ন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমপিরা। ওই বছরের শেষদিকে মাংস আমদানি নিয়ে বিতর্কের জেরে একে অপরের দিকে শূকরের নাড়িভুঁড়ি ছুঁড়ে মেরেছিলেন এমপিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর