শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

উপনির্বাচন প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার কোনও খবর পাননি ডিএমপি কমিশনার

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কোনও প্রার্থীর এজেন্টকে বের করে দেয়ার মতো ঘটনা আমাদের কানে আসেনি। আমি যে জায়গায় ভোট দিয়েছি সেই কক্ষে দেখলাম ছয়-সাত জন প্রার্থীর মধ্যে দুই-তিন জন প্রার্থীর এজেন্ট রয়েছে। এমন অনেকেই এজেন্ট দিতে পারেননি বা দেননি, সেটা আলাদা কথা। আমাদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসেনি। আমার পাশে রিটার্নিং অফিসারও রয়েছেন। তাদের কাছেও এ ধরনের অভিযোগ আসেনি। এখানে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে অভিযোগ আসলে তাদের আমরা সাহায্য করবো।
সোমবার (১৭ জুলাই) দুপুর ২টার পর সস্ত্রীক বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমি ও আমার স্ত্রী বনানী এলাকার ভোটার। সে কারণে আমি নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছি এবং ভোট দিয়েছি। ভোট দেওয়া দায়িত্ব মনে করেই আমরা এসেছি। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা এবং ভোটারদের বিষয়ে খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত পরিবেশ ভালো রয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে তবে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করেছি।
ডিএমপি কমিশনার আরও বলেন, সার্বিক ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য মাঠে থাকা পুলিশ সদস্যরা কাজ করছেন। আমার জানামতে এখন পর্যন্ত কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব জায়গায় সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর