ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এতে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে এ সম্মেলন একটি বড় পদক্ষেপ। বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার সহযোগিতায় তা সম্ভব হবে। এই সম্মেলন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ এবং সম্ভাবনা আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তারা।
প্যানেল আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তার বক্তব্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের সুযোগগুলো তুলে ধরেন। একইসঙ্গে পাচার হওয়া দেশের টাকা ফেরতের ব্যাপারেও ইতিবাচক সাড়া জানান তিনি।
এছাড়া, ফয়েজ আহমেদ তার বক্তব্যে সরকারের ডিজিটাল খাতের উন্নয়ন এবং ইন্টারনেটের অবাধ প্রবাহ নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বাংলাদেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ এবং বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা তুলে ধরেন।
জানা গেছে, চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নিয়েছেন।