সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

ডেঙ্গু রোগীদের চিকিৎসা: ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৯১ বার
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

করোনা চিকিৎসায় ব্যবহৃত ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে শনিবার (২২ অক্টোবর) একদিনে রেকর্ড সংখ্যক ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১২ জন।

ডিএনসিসি কোভিড ১৯ ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান বলেন, আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে আজকে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর