ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৭৩৪ জন। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬৮ জন ঢাকায় ও ঢাকার বাইরে ২৬৬ জন। আর চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৪ জন। শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৮৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৯৯২ জন। বাকি ৮৯৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৩২৬ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩৪৮ জন। এর আগে ডেঙ্গুতে এক দিনে রেকর্ড মৃত্যু হয়। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক দিনে মারা গেছেন ৮ জন। এই বছর এক দিনে এত মৃত্যু দেখা যায়নি।