ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। এই বছর একদিনে এত মৃত্যু দেখা যায়নি। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৮৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৬৫ জন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৬৮ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৯০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৯৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৯১৫ জন,আর বাকি ৭৮০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ হাজার ২৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২০ হাজার ৫০৪ জন।