ডিমের সিন্ডিকেট ভেঙে দেয়ার উপায় জানালেন প্রধানমন্ত্রী

দেশে সিন্ডিকেটের কারণে ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের রুখতে উপায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন দাম কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, আগামীতেও ভোট দিবে। ১৪ বছরের মধ্যে দেশকে কোথায় নিয়ে এসেছি, সেটাও দেখতে হবে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।
সদস্যপদ পাওয়ার জন্য ব্রিকস সম্মেলনে যাননি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি। তবে চাইলে পাব না, বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি। ব্রিকসে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন। তাদের কাজই সমালোচনা করা। তারা বলছেন- আমরা নাকি ব্রিকসের সদস্যপদ পেতে সম্মেলনে গিয়েছি। কিন্তু বিষয়টা ঠিক না। ব্রিকস নিয়ে বিরোধী দলের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমরা মার্যাদাটা তুলে ধরেছি। সেখানে আমাদের সেই সুযোগটা আছে। তারা বলতে পারে কারণ বিএনপির আমলে ওটাই ছিল। বিশ্বের কাছে বাংলাদেশের কোনও অবস্থানই ছিলো না। বাংলাদেশ মানে ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, ভিক্ষার দেশ। হাত পেতে চলার দেশ। এখন সবাই জানে বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ নয়।