শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা: সম্পাদক পরিষদ

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মনে করে সম্পাদক পরিষদ। মঙ্গলবার (৩ মে ) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছে সম্পাদক পরিষদ। পরিষদের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডিজিটাল মাধ্যমে কাজের ক্ষেত্রে সাংবাদিকরা যে বাধা ও আক্রমণের মুখোমুখি হচ্ছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, অনেক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং অনেকে গ্রেফতারও হয়েছেন। শুধু সাংবাদিক নন, বিভিন্ন ক্ষেত্রের অ্যাক্টিভিস্ট, শিল্পী, লেখকরাও এ আইনে মামলার মুখোমুখি হয়েছেন। শুরু থেকেই সম্পাদক পরিষদ এবং সাংবাদিকরা এ আইনের বিষয়ে উদ্বেগ ও আপত্তি জানিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনসহ আরও অনেক প্রতিবন্ধকতা ও হুমকি মোকাবিলা করে বাংলাদেশের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিছুদিন আগে আইনমন্ত্রীও বলেছেন, এ আইনটি বিভিন্নভাবে অপব্যবহার হয়েছে এবং তিনি আইনটি সংশোধনেরও ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রীর বক্তব্য সম্পাদক পরিষদের উদ্বেগকে যথার্থ বলে প্রমাণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর