বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

ট্রাম্পের হামলাকারীর নাম পরিচয় জানালো এফবিআই

ভয়েস বাংলা প্রতিবেদক / ৪৪ বার
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স ২০ বছর বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ার বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্টের হত্যাচেষ্টাকারীকে চিহ্নিত করেছে এফবিআই। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ।
বিবৃতিতে এফবিআই জানিয়েছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা। ট্রাম্পের সমাবেশস্থল থেকে অন্তত ৩৫ মাইল দক্ষিণে পিটসবার্গ শহরতলিতে বসবাস করতেন তিনি।
যুক্তরাষ্ট্রের পাবলিক রেকর্ড অনুসারে, ম্যাথিউ রিপাবলিকান ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন। তবে এর আগে তিনি ডেমোক্র্যাটিকের সঙ্গে সংযুক্ত একটা দলকে ১৫ ডলার দান করেছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে স্নাতক হন তিনি। পেনসিলভানিয়ার ভোটার ডাটাবেসের একটি তালিকা অনুসারে আইন প্রয়োগকারীরা শনিবার রাতে যাকে অনুসন্ধান করছিল তার সঙ্গে ক্রুকসের নাম, বয়স এবং বেথেল পার্কের ঠিকানা মিলে যায়।
ফেডারেল নির্বাচন কমিশনের রেকর্ড দেখায়, ২০২১ সালের জানুয়ারিতে প্রগতিশীল ভোটদান প্রকল্প নামে ডেমোক্র্যাটিক সংযুক্ত রাজনৈতিক অ্যাকশন কমিটিকে ১৫ ডলার দিয়েছিলেন তিনি।
শনিবার গভীর রাতে বাসায় পৌঁছলে সংবাদমাধ্যম সিএনএনকে তার বাবা ম্যাথিউ ক্রকস বলেছিলেন, কী ঘটছে তিনি তা বোঝার চেষ্টা করছেন। তবে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা না বলে ছেলের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর