টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

শোকের মাস আগস্ট উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে দুপুরে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, সদস্য শাহনাজ সিদ্দীকি সোমা, ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল এবং সিনিয়র সদস্য সফিকুল করিম সাবুসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।