রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

টরন্টো উৎসবে নির্বাচিত মেহজাবীনের প্রথম সিনেমা

ভয়েস বাংলা প্রতিবেদক / ২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হলো অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। নির্মাতা নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে।
‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায়ের খবর জানান তিনি।
‘সাবা’ অর্থ সকাল, সকালের মৃদু বাতাস। মেহজাবীনের আশা, “গল্প, চরিত্র, নির্মাণ, সহশিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগসহ সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।”
‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।
শুধু অভিনয় নয়, ‘সাবা’ সিনেমাটি প্রযোজনাও করেছেন মেহজাবীন চৌধুরী। প্রযোজকের তালিকায় তার পাশাপাশি আছেন আরিফুর রহমান, তামিম আব্দুল মজিদ, ত্রিলোরা খান, মাকসুদ হোসেন ও বরকত হোসেন পলাশ। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। আবহ সংগীতে আম্মান আব্বাসি।
৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ৫ সেপ্টেম্বর। উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান নারী দুর্গা চু-বোস পরিচালিত ‘বোজোঁ ত্রিস্তেস’। ফরাসি নাট্যকার-সাহিত্যিক ফ্রাঁসোয়া সেগোঁর উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন ক্লোয়ি সেভেনিয়ে।
ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র জায়গা পেয়ে থাকে। এবারের আসরে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ ২৪টি চলচ্চিত্র। এরমধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এবারের উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
ডিসকভারি প্রোগ্রামে পুরস্কারজয়ী পরিচালকদের তালিকায় আছেন আলফনসো কোয়ারন, ক্রিস্টোফার নোলান, ইয়োর্গোস লানতিমোস, ব্যারি জেনকিন্স, ইলদিকো আনিয়েদি, মারেন আদে ও এমা সেলিগম্যান।
ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত ২৪ চলচ্চিত্র
আবেরডিন (রায়ান কুপার ও ইভা টমাস, কানাডা)
বোজোঁ ত্রিস্তেস (দুর্গা চু-বোস, কানাডা-জার্মানি)
বুং (লক্ষ্মীপ্রিয়া দেবী, ভারত)
দিচিয়ান্নভে (জিওভান্নি তোরতোরিচি, ইতালি)
ডু আই নো ইউ ফ্রম সামহোয়্যার? (আরিয়ানা মার্তিনেস, কানাডা)
ফ্রিডম ওয়ে (আফোলাবি ওলালেকান, নাইজেরিয়া)
গুলিজার (বেলকুস বায়রাক, তুরস্ক)
অরিসোন্তে (সিজার আউগুস্তো আচেভেদো, কলম্বিয়া)
ইঙ্ক ওয়াশ (সারা সোরাকিদিস, রোমানিয়া)
লিন্ডা (মারিয়ানা ওয়াইনস্তেইন, আর্জেন্টিনা)
মিট (দিমিত্রিস নাকোস, গ্রিস)
মাদার মাদার (কে’নন ওয়ারসামে, সোমালিয়া)
মাই ফাদারস’ ডটার (এগিল পেদেরসেন, নরওয়ে)
অন ফলিং (লরা কারাইরা, যুক্তরাজ্য)
রিয়েলি হ্যাপি সামডে (জে স্টিভেনস, কানাডা)
সাবা (মাকসুদ হোসেন, বাংলাদেশ)
স্যাড জোকস (ফাবিয়ান স্টুম, জার্মানি)
সিডস (কানিয়েটিয়ো হর্ন, কানাডা)
শুক অমর ওয়ালা (কানাডা)
দ্য কোরেজাস (জেসমিন গর্ডন, সুইজারল্যান্ড)
দ্য প্যারাডাইস অব থর্নস (বস কুনো, থাইল্যান্ড)
দ্য পার্টি’স ওভার (এলেনা মানরিকে, স্পেন)
দ্য কোয়ায়েট ওয়ান্স (ফ্রেডেরিক লুইস ভিড, ডেনমার্ক)
ইউ আর দ্য ইউনিভার্স (পাভলো অস্ত্রিকভ, ইউক্রেন)
টরন্টো উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম-এর সেরা চলচ্চিত্রের পুরস্কারমূল্য ২০ হাজার ডলার। এতে এবার নির্বাচিত হয়েছে ১৭ দেশের ১০টি ছবি। এরমধ্যে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে স্পেনের নাচো ভিগালন্দো পরিচালিত ‘ড্যানিয়েলা ফরেভার’। অভিনয়ে মালয়েশিয়ান বংশোদ্ভুত ব্রিটিশ তারকা হেনরি গোল্ডিং। বিচারকদের প্রধান থাকছেন কানাডিয়ান পরিচালক অ্যাটম ইগোয়ান। তার নেতৃত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আমেরিকান পরিচালক জেন শোনব্রান।
প্ল্যাটফর্ম বিভাগে নির্বাচিত ১০ চলচ্চিত্র
ড্যানিয়েলা ফরেভার (নাচো ভিগালন্দো, স্পেন)
ডটার’স ডটার (হুয়াং শি, তাইওয়ান)
মিস্টার কে (টালুলা এইচ. শোয়াব, নেদারল্যান্ডস)
পেইং ফর ইট (সুক-ইন লি, কানাডা)
পেদ্রো পারামো (রদ্রিগো প্রিয়েতো, মেক্সিকো)
দ্য উলভস অলওয়েজ কাম অ্যাট নাইট (গ্যাব্রিয়েল ব্র্যাডি, অস্ট্রেলিয়া)
দে উইল বি ডাস্ট (কার্লোস মারকেস-মার্সেত, স্পেন)
ট্রিয়াম্ফ (পেতার ভালচানোভ ও ক্রিস্তিনা গ্রোজেভা, বুলগেরিয়া)
ভিক্টর (অলিভিয়ের সারবিল, ইউক্রেন)
উইন্টার ইন সোকচো (কয়া কামুরা, ফ্রান্স)
ব্যারি জেনকিন্সের ‘মুনলাইট’ প্ল্যাটফর্ম বিভাগে সেরা হওয়ার পর অস্কারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে। এছাড়া ডারিয়াস মার্ডার পরিচালিত ‘সাউন্ড অব মেটাল’ অস্কারের একাধিক বিভাগে মনোনীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর