ছয় সমন্বয়কের স্বজনরা ডিবি কার্যালয়ে

কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের স্বজনরা। সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন তারা। বিকাল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।
এর আগে সোমবার বেলা পৌনে ৩টায় ডিবি কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছিল ডিবি। তারা ভালো আছেন, সেটা তাদের পরিবারের সদস্যরাও এসে দেখে গেছেন। শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। এ ছাড়া নিখোঁজ অনেকের খোঁজে পরিবারের সদস্যরাও এসেছেন আজ। এ মুহূর্তে তারা কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছেন।
ডিবি কার্যালয়ের প্রধান ফটকে অপেক্ষা করছেন চান মিয়া নামের এক ব্যক্তি। তিনি দাবি করে বলেন, তার ছেলের নাম আল আমিন। আজ দুপুর সোয়া ১টার দিকে তার ছেলেকে মিরপুরের কাজীপাড়ার একটি দোকান থেকে ডিবি পরিচয়ে তুলে আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।