সোমবার, ০৮ জুলাই ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

ছবিতে ভোটকেন্দ্রে হাসি মুখে লেবার পার্টির নেতারা

ভয়েস বাংলা প্রতিবেদক / ৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট দিলেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তার স্ত্রী ভিক্টোরিয়াও ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে হাসিমুখে তাদেরকে উত্তর লন্ডনের কেন্টিশ টাউনের উইলিংহাম টেন্যান্টস হলের ভোট কেন্দ্র দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নির্বাচনি জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় দেড় দশক পর ক্ষমতায় আসতে যাচ্ছে কিয়ারম্যানের লেবার পার্টি। ৬১ বছর বয়সী কিয়ারম্যান এর আগে ‘ক্রাউন প্রসিকিউশন সার্ভিস’-এর প্রধান ছিলেন। পাবলিক প্রসিকিউশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।২০২০ সালে জেরেমি করবিনের পর দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হন তিনি।
ভোটদানের আগে এক বিবৃতিতে ভোটারদের উদ্দেশে কিয়ারম্যান বলেন, ব্রিটেনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
এদিকে স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ারও সকালে ভোট দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ফুরহিন ও তাদের ছেলে আলিয়ান। গ্লাসগোর পোলোকশিল্ডস বার্গ হলের ভোটকেন্দ্র থেকে থেকে হাসিমুখে বের হতে দেখা যায় তাদের।
স্থানীয় সময় রাত ১০ টায় শেষ হবে ভোটগ্রহণ। এরপরই ফলাফলের প্রাথমিক ইঙ্গিত দেবে বুথ ফেরত জরিপ। শুক্রবার সকালের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর