চূড়ান্ত হয়ে গেলো আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ভেন্যু

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যে অস্ট্রেলিয়ায় হবে সেটা সবারই জানা। তবে ভেন্যু নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি এতদিন। মঙ্গলবার আইসিসি জানিয়েছে, কুড়ি ওভারের টুর্নামেন্টটি সাতটি শহরে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সেমিফাইনাল দুটি হবে সিডনি ও অ্যাডিলেডে। ১৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে মেলবোর্নে।
টুর্নামেন্টের ৪৫টি ম্যাচ হবে পার্থ, ব্রিসবেন, জিলং ও হোবার্টে। বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ১৬ অক্টোবর। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার ৩৩৫ দিন বাদেই হচ্ছে এই টুর্নামেন্ট। ভেন্যুগুলোর মধ্যে অ্যাডিলেড প্রথমবারের মতো কোনও বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল আয়োজন করতে যাচ্ছে। অপর সেমিফাইনালটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠ আবার ১৯৯২ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালও আয়োজন করেছিল।
আয়োজন করেছে ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও। ওই টুর্নামেন্টে খেলতে এরই মধ্যে সুপার টুয়েলভের জন্য কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মূল পর্বে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও আফগানিস্তান। আর প্রথম পর্বে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। সুপার টুয়েলভে যেতে তাদের এখান থেকে কোয়ালিফাই করতে হবে।