রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :

বিশ্বের সর্বকণিষ্ঠ প্রেসিডেন্ট চিলির ৩৫ বছরের বামপন্থী যুবক বোরিক

ভয়েসবাংলা ডেস্ক / ১২৭ বার
আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বামপন্থী প্রার্থী গ্যাব্রিয়েল বোরিক। ডানপন্থী প্রতিদ্বন্দ্বি প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্টকে হারান তিনি। ভোট গ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টার মাথায় পরাজয় স্বীকার করে নিয়েছেন কাস্ট।রাজনৈতিক দলের বাইরে থেকেই প্রেসিডেন্ট পদে লড়েছেন মূল দুই প্রতিদ্বন্দ্বি। এদের কেউ কখনোই সরকারে ছিলেন না।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে গ্যাব্রিয়েল বোরিক প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্ট পেয়েছেন ৪৫ শতাংশ।গ্যাব্রিয়েল বোরিক এর বয়স মাত্র ৩৫ বছর। এই নির্বাচনে জিতে তিনি বিশ্বের অন্যতম তরুণ রাজনৈতিক নেতা বনে গেলেন।

গত কয়েক দশকের মধ্যে চিলিতে এবারই সবচেয়ে বেশি মেরুকরণের নির্বাচন হয়েছে। বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র বিক্ষোভের নেতা বোরিক চিলির অর্থনৈতিক বৈষম্য নিরসনে বেশ কিছু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বি আইনশৃঙ্খলা, ট্যাক্স কমানো এবং সামাজিক ব্যয় বৃদ্ধির মতো কর্মসূচিতে জোর দেন।

এক টুইট বার্তায় জোসে অ্যান্তোনিও কাস্ট গ্যাব্রিয়েল বোরিককে অভিনন্দন জানান। তিনি লেখেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট এবং আমাদের শ্রদ্ধা এবং গঠণমূলক সহযোগিতার দাবিদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর