বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৩ বার
আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কোনও মিডিয়া চাটুকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গেলে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করতো। তারা সরকারের চাটুকারিতা করেছে। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডোবে যখন, মিডিয়া তখন মিথ্যা প্রচার করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে যা হয়েছে, নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, সেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে মানুষ মেরেছে। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করেছে। প্রত্যেকটা হুকুমদাতাকে খুঁজে বের করা হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর