সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

গুচ্ছ ভর্তিতে আবেদনের সময় বাড়ল সোমবার পর্যন্ত

রিপোর্টার / ৬ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এই আবেদনের সময়সীমা দুই দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।

গত ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়। আবেদনের সময় নির্ধারণ করা ছিল শনিবার (১৫ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর ১৮ মার্চ দুপুর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ বলেন, শনিবার বিকেল পর্যন্ত দুই লাখ ৮ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের জন্য আমরা আরও দুদিন সময় বাড়িয়ে দিয়েছি আবেদনের জন্য।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি ১৫০০ টাকা। স্থাপত্য বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষার জন্য দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে ভর্তির আবেদনের বিস্তারিত তথ্য।

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করে আসছিল। তবে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলাদা পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এ বছর ১৯ বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর