গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

দক্ষিণাঞ্চলীয় গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং রাফাহ এবং কারেম সালেম ক্রসিং দুটি বন্ধ রেখেছে ইসরায়েল। ফলে সেখানে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (৭ মে) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ কার্যালয়ের মুখপাত্র জেনস লার্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
তিনি বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রাখা হয়েছে। ফলে সেখান দিয়ে গাজায় সহায়তা প্রবেশ বা মানুষ চলাচল করতে পারছে না। রাফাহ শহরে সামরিক অভিযানের তথাকথিত ‘সীমিত সুযোগের’ অংশ হিসেবে সেগুলো বন্ধ রাখা হয়েছে। শহরটিতে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ পৌঁছানোর প্রধান দুটি পথই এখন আটকে রাখা হয়েছে। সেখানে মানবিক সহায়তা প্রবেশ স্থগিত করার পর জাতিসংঘের সংস্থাগুলোর স্টকে সহায়তা এখন শুধু একদিনের জ্বালানি অবশিষ্ট আছে।
এই মুখপাত্র বলেছেন, দীর্ঘ সময়ের জন্য সেখানে জ্বালানি সরবরাহ না করা হলে মানবিক সাহায্যের যে অভিযান তারা শুরু করেছে তা ধূলোয় মিশে যাবে।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেছেন, অসুস্থ ও আহতদের জন্যও বিকল্প কোনও ব্যবস্থা রাখা হয়নি। তবে সম্প্রতি উত্তরাঞ্চলের ইরেজ ক্রসিং দিয়ে কিছু সহায়তা সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের সংস্থাগুলো বলছে, এই পরিমাণ সহায়তা যথেষ্ট নয় এবং ক্রসিংয়ে যুদ্ধাবস্থা চলার কারণে রাফাহ শহরে সেগুলো পাঠানোও কঠিন।