খেলাধুলার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেন। তাই খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। শনিবার (১৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, আমার ভাই শেখ কামাল ও শেখ জামালও ফুটবল খেলতেন। এখন আমাদের নাতি নাতনীরাও ফুটবল খেলছে। দেশের এই জনপ্রিয় খেলার উন্নতির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে। এতে নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা যায়। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এখন সারাবিশ্বে ফুটবল টুর্নামেন্ট চলছে। আমিও প্রতিদিন খেলা দেখি। ভোরে নামাজের পর সময় পেলে খেলা দেখি। এখানে আসার আগেও খেলা দেখে এসেছি। ফুটবল খেলার মধ্যে আলাদা একটা মজা আছে।