বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

খালেদের ৫ উইকেটে ৪০৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১০৭ বার
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

খালেদ আহমেদ নিজেকে যেন খুঁজে পেয়েছেন দারুণভাবে। শেষ কয়েকটা টেস্টেই তিনি ভালো বল করছিলেন। এবার পেলেন স্বীকৃতি। টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন এই পেসার। তার এই কীর্তিতে ভর করে সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০৮ রানে অলআউট করেছে বাংলাদেশ।

সেন্ট লুসিয়া টেস্টে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের। সেঞ্চুরি করা মেয়ার্সের ব্যাটে চড়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছিল তারা। খালেদের উইকেট তখন ছিল দুটি।  দিনের শুরুতে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে ১১৫ বলে ২৯ রান করেন তিনি। এরপর ৯ বলে ৬ রান করা আলজারি জোসেফকে আউট করেন খালেদ আহমেদ। তার শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন জোসেফ।

এরপরই সবচেয়ে বড় উইকেটটা নেন খালেদ। সেটাও দারুণ এক বলে। কিছুটা কাটার ধরনের বলে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পথে বাঁধা হয়ে থাকা মেয়ার্স ক্যাচ তুলে দেন শরিফুল ইসলামের হাতে। এরপরই শুরু হয় খালেদের পাঁচ উইকেটের অপেক্ষা। শেষ ব্যাটার জেডন সিলসকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ বানিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন খালেদ। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনবার পাঁচ উইকেটের স্বাদ পেলেও টেস্টে পেলেন এই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর