রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

কোর্ট মার্শাল এড়াতে লাহোর হাইকোর্টে ইমরানের আবেদন

ভয়েস বাংলা প্রতিবেদক / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা ৯ মে দাঙ্গা মামলার বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এর জেরে সেনাবাহিনীর হাতে সম্ভাব্য আটক এড়াতে বৃহস্পতিবার (২৫ মে) লাহোর হাইকোর্টে আবেদন করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
আইনজীবী উজাইর কারামত ভান্ডারির দায়ের করা আবেদনে অনুরোধ করা হয়েছে, ইমরান খানের বিচার যাতে বেসামরিক আদালতের এখতিয়ারের অধীনে করা হয়। কিছুদিন আগে ইমরান খান নিজেও, তার ৯ মে দাঙ্গা মামলার বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হওয়ার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
পূর্বের মামলাগুলোর কার্যক্রমের কারণে এ ধরনের পরিকল্পনার আশঙ্কা করা হচ্ছে বলে আবেদনে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনী যদি ইমরানকে আটক করে তবে তা হবে বিচার ও যথাযথ প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ প্রতারণা। এটি সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ কর্তৃক ঘোষিত আইনের সম্পূর্ণ বিরোধীও হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর