শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

কাশ্মিরে অস্থিরতা তীব্র হলে ‘সর্বাত্মক যুদ্ধে’র হুঁশিয়ারি পাকিস্তানের

রিপোর্টার / ১ বার
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষ্মণ নেই। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়ে বলেছেন, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হয়ে যেতে পারে।

যুক্তরাজ্যের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাবাহিনীকে ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ থাকতে বলা হয়েছে।

গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মিরের পহেলগাম শহরের নিকটবর্তী একটি পর্যটন এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ জন পর্যটক প্রাণ হারান।

কাশ্মির হামলায় নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন

ভারতের অভিযোগ, পাকিস্তান-সমর্থিত ‘জঙ্গি’রা এ হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তান এ হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তবে এ হামলা ঘিরে ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত নিয়েছে। পালটা জবাব হিসেবে পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিতসহ নানা ব্যবস্থা নিয়েছে।

দুপক্ষের মধ্যে এই উত্তেজনার ভেতরেই শুক্রবার কাশ্মির ঘিরে ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল, এলওসি) দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহতও হয়েছেন।

সিন্ধু নদীর পানি নিয়ে কেন এত দুশ্চিন্তায় পাকিস্তান?

এ হামলার প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেছেন, ভারতের নেওয়া যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাব করবে পাকিস্তান। সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে— অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।

তবে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি এটাও স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযানে গুলি চালানোর ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর