বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রভাবও মনে রাখতে হবে— ভারতকে দেবপ্রিয় দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গি সমস্যার উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল সোনালীকা ট্রাক্টরের সঙ্গে দেশের মাটিতে গড়ে উঠুক উদ্যোক্তাদের জীবনের নতুন গল্প। ঈদ আয়োজন আরও উজ্জ্বল হোক দিন বদলের উচ্ছ্বাসে। এ সি আই মটরস্ -এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! #ACIMotors #Sonalika #Tractor জনবহুল রাজধানী এখন ফাঁকা : নেই চিরচেনা যানজট ৭ রাজ্য নিয়ে ইউনূসের বক্তব্যে ভারতে প্রতিক্রিয়া

কারাগারে ঈদ কাটবে যেসব আ.লীগ নেতার

রিপোর্টার / ৩ বার
আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

গত বছর ঈদুল ফিতর আওয়ামী লীগ নেতা-মন্ত্রী-এমপিদের কেটেছে মহাউৎসবে। কেউ ঢাকায়, কেউ নিজ এলাকার মানুষ ও কর্মী-সমর্থকের সঙ্গে ছিলেন। ঈদ উপহার দেওয়াসহ ছিল নানা আয়োজন। সেই চিত্র পাল্টে গেছে সরকার পতনে। গত ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে। কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। তবে, অনেকে পালানোর সুযোগ পাননি। ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তারা এখন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। শিগগিরই কারামুক্ত হওয়ার সম্ভাবনাও নেই। তাই, এবার কারাগারেই ঈদ পালন করতে হবে তাদের।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদে ডিভিশনপ্রাপ্ত ভিআইপি আসামিদের জন্য থাকবে বিশেষ সুবিধা। ঈদের দিন দেখা করার সুযোগ মিলবে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে। পাবেন স্বজনদের পাঠানো ঘরে বানানো খাবার খাওয়ার সুযোগ।

নিরাপত্তার জন্য তাদের ফোনে কথা বলার সুযোগ বন্ধ ছিল। তবে, ঈদ উপলক্ষে দেওয়া হবে ফোনে কথা বলার সুযোগ। শুধু তাই নয়, ঈদের দিন এসব ভিআইপি কারাবন্দির জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। পায়েস, পোলাও, গরুর মাংস, ডিমের কোরমা, মুরগির রোস্ট, মাছসহ থাকবে নানা পদের খাবার। থাকবে মিষ্টান্ন ও পান-সুপারির ব্যবস্থাও।

কারা অধিদপ্তর ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে জানা গেছে, কাশিমপুর কারাগারে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, বি এম ফজলে করিম চৌধুরী, এম এ মালেক, আব্দুর রহমান বদি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন, সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাংবাদিক মোজ্জাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও দেশ টিভির এমডি আরিফ হোসেনসহ অনেকে। কাশিমপুর কারাগারে নারীদের ভবনে সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক এমপি মাসুদা সিদ্দীক রোজী ও সাংবাদিক ফারজানা রুপা আছেন।

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আছেন—সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের মুখপাত্র আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক এমপি সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালসহ অনেকে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, সকল বন্দি সাধারণ নিয়মে ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। এর বাইরে ঈদ উপলক্ষে ভিআইপিসহ সব আসামি একবার স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। ঈদের দিন ও পরের দুই দিনে একবার দেখা করার সুযোগ পাবেন আসামিরা। এই তিন দিনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে একবার কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার পাবেন ভিআইপিসহ সব আসামি। খাবার নিরাপদ কি না, তা যাচাইয়ের সুযোগ থাকবে।

তিনি বলেন, ঈদের দিন ও পরের দুই দিন মিলে তিন দিনে সব আসামি একবার ৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন। তবে, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ ভিআইপি আসামিদের ক্ষেত্রে কোন নাম্বারে কথা বলা হবে, তা আগেই জানাতে হবে। সে নাম্বার যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ নিরাপদ মনে করলে তারা কথা বলার সুযোগ পাবেন।

ঈদের দিন যা যা খাবার থাকবে ভিআইপি বন্দিদের জন্য:

কারা কর্তৃপক্ষ সকল আসামির জন্য ঈদের দিনে উন্নত খাবারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জান্নাত-উল ফরহাদ। তিনি বলেছেন, ঈদের দিন তিন বেলা সব বন্দির জন্য ভালো খাবারের ব্যবস্থা থাকবে। সকালে খাবারের তালিকায় থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মিষ্টি ও সালাদ। দুপুরের খাবার শেষে থাকবে পান-সুপারির ব্যবস্থা। রাতের খাবারের তালিকায় থাকবে মাছ, ডিমের কোরমা, ভাত ও আলুর দম।

জান্নাত-উল-ফরহাদ বলেন, নিরাপত্তার জন্য ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দিদের আলাদা সেলে রাখা হয়। ঈদের দিন প্রত্যেক কারাগারে ভিআইপি বন্দিদের একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে, সাধারণ কয়েদিদের সঙ্গে নয়। কারাগারে খোলা মাঠে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। নারীদের জন্য ঈদের নামাজের কোনো ব্যবস্থার নির্দেশনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।ব্যবস্থার নির্দেশনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর