বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দেশের সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রভাবও মনে রাখতে হবে— ভারতকে দেবপ্রিয় দিল্লি থেকে যতই ষড়যন্ত্র হোক বিচার হবেই: অ্যাটর্নি জেনারেল লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার ভারত-পাকিস্তান সীমান্তে তুলকালাম বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেশে জঙ্গি সমস্যার উত্থান হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল সোনালীকা ট্রাক্টরের সঙ্গে দেশের মাটিতে গড়ে উঠুক উদ্যোক্তাদের জীবনের নতুন গল্প। ঈদ আয়োজন আরও উজ্জ্বল হোক দিন বদলের উচ্ছ্বাসে। এ সি আই মটরস্ -এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক! #ACIMotors #Sonalika #Tractor জনবহুল রাজধানী এখন ফাঁকা : নেই চিরচেনা যানজট ৭ রাজ্য নিয়ে ইউনূসের বক্তব্যে ভারতে প্রতিক্রিয়া

করোনাকালে চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের ফেরানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ভয়েসবাংলা প্রতিবেদক / ৪৫৩ বার
আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

অদক্ষতার অজুহাতে করোনাকালের যেসব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ছাটাই বা চাকরীচ্যুত করেছে তাদের চাকরি রক্ষায় পাশে দাঁড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ব্যর্থতার অভিযোগে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহালও করতে ব্যাংকগুলোর প্রতি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বিপাকে পড়েছে ব্যাংকগুলো।

সার্কুলার অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক করোনাকাল হিসেবে ‘১ এপ্রিল ২০২০ সাল থেকে ১৫ সেপ্টেম্বর ২০২১’ এই সময়কাল বুঝিয়েছে। এর পরদিন গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সেই সার্কুলারে বলা হয়েছে, কোভিডকালীন শুধু লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার কারণ প্রদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকটির সার্কুলার বাস্তবায়ন করতে গিয়ে অদক্ষ কর্মীদের পুনর্নিয়োগ করা হলে দক্ষকর্মীরা কাজে নিরুৎসাহিত হবেন। সার্বিকভাবে ব্যাংকগুলোর জনবল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই সার্কুলারের কারণে উভয় সংকটে পড়েছে তারা। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারটির কিছু বিষয় চলমান শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করছেন কেউ কেউ। কারণ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শ্রম আইনে যেমন কর্মীর স্বার্থ রক্ষা করা হয়েছে, তেমনি নিয়োগকর্তার হাতেও প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া রয়েছে। অথচ জারিকৃত সার্কুলার মানতে গেলে নিয়োগকর্তা অধীনস্থ অযোগ্য কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির সঙ্গে একমত ব্যাংকগুলি। তবে অদক্ষ বা অযোগ্য ব্যাংকারদের চাকরিতে ফিরিয়ে নেওয়া বা চাকরিচ্যুত না করার নির্দেশনার সমালোচনা করছেন অনেকেই।

এ বিষয়ে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি বড় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার বাস্তবায়ন করা হলে ‘কাজ না করে বেতন নেওয়ার’ প্রবণতা উৎসাহ পাবে। অন্যদিকে ব্যাংকের চেইন অব কমান্ডও ভেঙে পড়ার ঝুঁকি আছে। অদক্ষ বা অযোগ্য কেউ সার্কুলার অনুযায়ী চাকরি ফিরে পেলে, তিনি আর ঊর্ধ্বতনকে মানতে চাইবেন না। এতে একটি ব্যাংক পরিচালনার যে শৃঙ্খলা-কাঠামো, তা ভেঙে পড়বে।

এদিকে শ্রম আইনে (২০০৬) যেমন কর্মচারী চাকরি ছাড়তে পারবেন, এই সুযোগ রাখা হয়েছে, আবার মালিকও যৌক্তিক কারণ দেখিয়ে কর্মচারী ছাঁটাইয়ের অধিকার রাখেন বলে বলা হয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে করোনাকালে ‘চাকরিচ্যুতি’ সম্পূর্ণ বারণ করা হয়েছে, যা শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার মেনে চলতে হলে প্রযোজ্য আইনের ব্যত্যয় ঘটবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, যার ফলাফল হবে নেতিবাচক।

বেশকিছু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চাকরিচ্যুত কর্মীদের আবার ফেরানো হলে ব্যাংকগুলোর মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ভেঙে পড়বে। যাদের পুর্নবহাল করা হবে তাদের উদ্ধত আচরণে পুরো পরিবেশ নষ্ট হতে পারে। তারা মনে করেন, ব্যাংকিং সেক্টরের মতো জনগুরুত্বপূর্ণখাতে এ ধরনের ঝুঁকি নেওয়া আত্মঘাতী হবে।

মহামারি করোনার মধ্যে দায়িত্ব পালন করতে কোনো ব্যাংকার করোনা আক্রান্ত হলে বা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে দেশের ব্যাংকিং খাত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সব নির্দেশনা মেনে ব্যাংকগুলি ক্ষতিপূরণ ও অতিরিক্ত দায়িত্ব ভাতা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নির্দেশনা পালনে পিছপা হয়নি কোনো ব্যাংকই। করোনাকালীন ব্যাংক-কর্মীদের কাজে উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক আরো কোনো মানবিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলে তা সাদরে গ্রহণ করা হবে কিন্তু এই সার্কুলার বহাল রেখে একটি সুস্থ ইন্ডাস্ট্রিকে বিশৃঙ্খল পরিস্থিতিতে না ফেলার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর