ওয়ালটন নিয়ে এলো তিন ক্যামেরার মোবাইল ফোন

ওয়ালটনের মোবাইল বিভাগ বাজারে ছেড়েছে এআই ট্রিপল ক্যামেরার নতুন স্মার্টফোন। যার প্রধান সেন্সরটির ৪৮ মেগাপিক্সেলের। শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোনটির মডেল প্রিমো এনএক্সসিক্স। আকর্ষণীয় ডিজাইনের বড় পর্দার ফোনটিতে গেমিং প্রসেসর, পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার এস এম রেজওয়ান আলম জানান, প্রিমো এনএক্সসিক্স স্মার্টফোনটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা। মিড রেঞ্জের গ্রাহকদের চাহিদা বিবেচনায় ফোনটির কনফিগারেশন সাজানো হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ ডিসপ্লে। ইনসেল প্রযুক্তির ২.৫ডি গ্লাস সমৃদ্ধ পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল।
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টজের হেলিও জি৮৫ অক্টাকোর গেমিং প্রসেসর, মালি-জি৫২-এমসিটু, ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম, ৬৪ গিগার ইন্টারন্যাল স্টোরেজ, ২৫৬ গিগা মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা, টাইপ সি চার্জিংসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি ইত্যাদি।