ওয়াগনারের বিদ্রোহ ঠেকাতে মস্কোয় ছিলেন চেচেন যোদ্ধারা

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারদের বিদ্রোহ ঠেকাতে রাজধানী মস্কোয় ৩ হাজার চেচেন যোদ্ধা মোতায়েন করেছিল রুশ সরকার। চেচেন রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘গ্রোজনি’-র বরাতে এ খবর ছেপেছে টিআরটি ওয়ার্ল্ড।
চেচেন যোদ্ধারা শনিবার টেলিগ্রামে জানায়, সকাল থেকেই আমরা মস্কোতে অবস্থানে নিয়েছি। রাশিয়ান সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্লাদিমির পুতিনের যে কোনও আদেশ পালন করতে আমরা প্রস্তুত। তবে বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ও তার অনুসারীরা মস্কো অভিমুখে যাত্রা বাতিল করলে পরিস্থিতি পাল্টে যায়।
ক্রেমলিন জানায়, চুক্তিতে পৌঁছানোর পর ওয়াগনার তাদের ঘাঁটিতে ফিরে যাবে। প্রিগোজিনের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হবে। আর যারা বিদ্রোহে যোগ দেয়নি তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেবে। যদিও প্রেসিডেন্ট পুতিন এর আগে বিদ্রোহীদের শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড