রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

এ মাসে শেষ হচ্ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

ভয়েসবাংলা প্রতিবেদক / ১১৯ বার
আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসের ২৪ তারিখ। এজন্য নতুন করে মুক্তির আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার। জানা গেছে, এবারের আবেদনে চিকিৎসকদের পরামর্শপত্রগুলো সরকারের কাছে পৌঁছানো হবে। বিশেষত, বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে নতুন করে এ প্রক্রিয়ায় যেতে পারে পরিবার।

নতুন করে মুক্তির আবেদনের বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, ‘আবেদন তো করতেই হবে। তবে, কবে আবেদন করার হবে এখনও ঠিক হয়নি। শামীম (ভাই শামীম ইস্কাদার) বিষয়টি দেখছে। তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে তো আবেদন করাই আছে। কিন্তু তারা তো অনুমতি দিচ্ছে না। এখন কী করা যায় দেখি। সেলিনা ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো না। তার পা ফুলে গেছে।

করোনার সংক্রমণের পর ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় এই মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর